আবুল বশর সিলেট প্রতিনিধি
অভিমানে সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে চলে যান সিলেটের ওসমানীনগরের ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন। এলাকার উন্নয়নে অন্যান্যা ভূমিকা রাখায় প্রবাসীদের সহযোগিতায় ফিরিয়ে আনলেন ইউনিয়নবাসী।
গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় কিছু দুষ্কৃতিকারী ব্যাক্তিদের কারণে
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন। এ খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন দেশ-বিদেশে থাকা ইউনিয়নের সর্বস্তরের মানুষ।
পরে গত বুধবার স্থানীয় এলাকাবাসী সিদ্ধান্ত নেন ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমনকে সসম্মানে ইউনিয়ন পরিষদের চেয়ারে এনে বসাবেন । এর প্রেক্ষিতে দুপুরে ৭টি লোকাল বাস দিয়ে প্রায় সহস্রাধিক মানুষ থাকে ইউনিয়ন পরিষদের নিয়ে আসেন। পরবর্তীতে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
এলাকাবাসী বলেন, দল-মত নির্বিশেষে এই ইউনিয়নকে একটি স্মার্ট, আধুনিক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আগামী দিনে চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমনকে সবাই সহযোগিতা করে যাবো। ইউনিয়নের উন্নয়ন জনগণের নির্বাচিত চেয়ারম্যান দ্বারাই সম্ভব। চেয়ারম্যানকে সাথে নিয়ে আমরা সবাই ইউনিয়নের সমস্যাগুলো চিহ্নিত করবো। সবাই মিলে চেষ্টা এবং সহযোগিতা করলে কোন সমস্যাই আর সমস্যা থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল ইসলাম, মোস্তাক আহমদ,ইউপি সদস্য সুজন মিয়া, আখতার মিয়া, আবুল বাশার মহিলা,জয়া রানী দাস, আনছারুন বেগম, রেবা রানী সুত্র ধরসহ এলাকার সর্বস্থরের সাধারণ মানুষ।