আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা সম্পন্ন।
[caption id="attachment_1510" align="alignnone" width="300"] আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা সম্পন্ন।[/caption]
ওসমানীনগর প্রতিনিধিঃ
১৩ অক্টোবর রবিবার সকাল ১১ টায় ওসমানীনগর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও সকল প্রবাসীদের অপরিসীম ভুমিকা দেখা যায়।
আন্তর্জাতিক ভাবে এই দিবসের প্রতিপাদ্য- আগামী প্রজন্মকে সক্ষম করা, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।