ওসমানীনগর প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সাহেদ আহমদ মুছাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দাপুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।
জানা যায়, গোয়ালাবাজার থেকে পোষাক ও সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনী একটি দল চেয়ারম্যানকে আটক করে। পরে তাকে ওসমানীনগর থানায় এবং গোলাপগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সুত্র ৫ আগস্টের আগে গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় ২৩ আগস্ট থানায় দায়ের করা একটি মামলায় সাহেদ আহমদ মুছাকে গ্রেফতার দেখানো হয়েছে।