ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন-কে অনলাইন নিউজ পোর্টাল সুরমা নিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার(২৩ মে) বিকেলে উপজেলার গোয়ালাবাজারস্থ শাহজালাল টাওয়ারে সুরমা নিউজ অফিসে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, ব্যবসায়ী বাবলু মিয়া, খালেদ আহমদ, মাজহারুল ইসলাম নয়ন প্রমুখ।
সুরমা নিউজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বলেন, সুরমা নিউজ শুরু থেকেই সত্য ও ন্যায়ের সাথে সংবাদ পরিবেশন করে থাকে। আশা করছি এ ধারা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমার প্রাণের সংগঠন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন হয়ে কাজ করতে ঐক্যবদ্ধ। এছাড়া আমরা যেন সুখে-দুঃখে ও নানা সংকটে সমাজের অসহায় মানুষের পাশে থাকতে পারি এজন্য সবার কাছে দোয়া চাই।