দৈনিক ওসমানীনগর টাইমস::
খলিফায়ে গহরপুরী শায়খুল হাদিস আল্লামা মখলিছুর রহমান মোহাদ্দিসে কিয়ামপুরি অসুস্থ অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
তার পারিবারিক সূত্রে জানা যায়, আজ সোমবার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে উনাকে সিলেটের মাউন্ট এডোরায় ভর্তি করা হয়। তিনি হৃদরোগ জনিত জটিলতায় ভুগছেন এবং বিশেষ পরিচর্যায় রয়েছেন।
উনার পরিবার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।