সুয়েবুর রহমান ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়-এর নবগঠিত এডহক ব্যবস্থাপনা কমিটিতে অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল গ্রামের সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ ইসলাম উদ্দিন।
গত ২২ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট-এর বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এই ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সভাপতি: মোঃ খান জাহান আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা
সদস্য সচিব: মোঃ সামসুল হক, প্রধান শিক্ষক
শিক্ষক প্রতিনিধি: মোঃ আব্দুন নূর, সহকারী শিক্ষক
অভিভাবক প্রতিনিধি: মোঃ ইসলাম উদ্দিন
কমিটিতে অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়ে মোঃ ইসলাম উদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন,
“গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমাদের এলাকার আলোকবর্তিকা। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার শৈশব, স্মৃতি ও দায়বদ্ধতা গভীরভাবে জড়িয়ে আছে। এই দায়িত্ব আমার কাছে শুধুমাত্র একটি পদ নয়, এটি একটি অঙ্গীকার—শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে, শিক্ষার মানোন্নয়নে ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করব।”
তিনি আরও বলেন,
“আমি বিশ্বাস করি, শিক্ষা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়—এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। তাই শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতায় আমরা এ বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে চাই। আমি আন্তরিকভাবে চাই, এই স্কুল থেকে ভবিষ্যতে আরও আলোকিত মানুষ তৈরি হোক।”
স্থানীয়ভাবে ইসলাম উদ্দিন একজন সমাজসেবী ও শিক্ষা-উন্নয়নকামী ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর এই মনোনয়ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে।