সুয়েবুর রহমান সুয়েব ওসমানীনগরঃ
নবীগঞ্জ উপজেলার রুদ্রপুর গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক এম রহমান মাছুমের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে পিটুয়া বালিকা স্কুল মাঠে স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, সভাপতিত্ব করেন এলাকাবাসীর শ্রদ্ধেয় মুরব্বি হাজী আব্দুর রব।
বক্তারা এম রহমান মাছুমের মানবাধিকার রক্ষা, সমাজসেবা ও প্রবাসে দেশের স্বার্থে ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সংবর্ধনায় বক্তব্যকালে মাছুম বলেন, “দীর্ঘ ৯ বছর যুক্তরাষ্ট্রে থাকলেও দেশের মানুষের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার ছিলাম। আজ আপনাদের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করছি।”
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। উৎসবমুখর পরিবেশে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক স্মরণীয় আয়োজন হয়ে ওঠে।