ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে রেজিস্ট্রেশনবিহীন প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ১২টার দিকে। ওসমানীনগরের গোয়ালাবাজার গয়নাঘাট এলাকার প্রভাতী ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন ওসমানীনগর থানার এসআই মোঃ শফিকুল ইসলাম ও এসআই আশীষ চন্দ্র তালুকদার। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই-তিনজন পালিয়ে যায় বলে জানা গেছে।
আটককৃতরা হলেন—
জাকির হোসেন (৫০), পিতা: আলী মিয়া
রাজিব মিয়া (৩০), পিতা: মঞ্জু মিয়া
জুনাইদ মিয়া (৩০), পিতা: দেওয়ান মিয়া
শিপন মিয়া (২০), পিতা: ইয়াছিন মিয়া
তাঁরা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় ওসমানীনগর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার বিকেলে আটক চারজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, অটোরিকশাটি কোনো ধরনের বৈধ কাগজপত্র ও রেজিস্ট্রেশন ছাড়া চলছিল, যা চোরাই গাড়ি সন্দেহে জব্দ করা হয়েছে। বিষয়টি আরও তদন্তাধীন।