ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, বরেণ্য সাংবাদিক জয়নাল আবেদীনকে এক উষ্ণ সংবর্ধনা জানিয়েছে পশ্চিম গোয়ালাবাজার যুব সংঘ।
সোমবার (আজ) রাতে উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানমালায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে সভাপতি জয়নাল আবেদীনকে বরণ করে নেওয়া হয়। স্থানীয় গণমাধ্যম, সমাজ ও যুবসমাজের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, ওসমানীনগরের মুখ উজ্জ্বলকারী এমন একজন সাংবাদিক নেতাকে সম্মান জানাতে পারা নিঃসন্দেহে আমাদের সৌভাগ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা যুবদলের নেতা রজত দাশ, পশ্চিম গোয়ালাবাজার যুব সংঘের সভাপতি জামেল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি জহির আহমেদ, সাধারণ সম্পাদক মো: লেবু মিয়া, সংগঠনিক সম্পাদক জামাল আহমদ এবং সদস্য সাজন, কাজল, আল আমিন, জিলাল, রুহেল, সুমন নাগ, ফাহিম, বাদশা সহ অনেকেই।
সভাপতি জয়নাল আবেদীন সংবর্ধনায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে। আমি সবসময় সাংবাদিকতা এবং সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর, প্রেরণাদায়ক এবং প্রমাণ করল—একজন নেতার সাফল্যে কতটা গর্বিত হতে পারে তার এলাকাবাসী ও স্থানীয় তরুণ সমাজ।