ওসমানীনগর, সিলেট:
খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটা একটি পরিবার, একটি স্বপ্ন, একটি ভবিষ্যত গড়ার যাত্রা। সেই যাত্রার অন্যতম পথিকৃৎ হিসেবে আজও যিনি অসাধারণ অবদান রেখে চলেছেন, তিনি হলেন ওসমানীনগরের প্রিয় ক্রীড়া সংগঠক আলী আমজাদ নুনু। নিজের নামে গড়ে তোলা ‘নুনু ফুটবল একাডেমি’ শুধু একটি ক্লাব নয়, অনেক তরুণের জীবনের নতুন দিগন্ত।
আলী আমজাদ নুনুর জন্মদিন উপলক্ষে এদিন ছিল একাডেমির মাঠে এক ভিন্নরকম উৎসব। তরুণ ফুটবলারদের আয়োজনে মাঠেই কেক কাটা হয়, শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন এই প্রিয় সংগঠক। এই আয়োজনে যেন ফুটে উঠেছিল—‘নুনু ফুটবল একাডেমি’ কেবল খেলার মাঠ নয়, এটি একটি পরিবার।
প্রসঙ্গত, ‘নুনু ফুটবল একাডেমি’ বর্তমানে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) এর টু স্টার প্রাপ্ত ক্লাব হিসেবে স্বীকৃত। সাফল্যের পরিধি পেরিয়ে গেছে দেশের গণ্ডি; ভারতের মাটিতেও একাধিক টুর্নামেন্টে জয় ছিনিয়ে এনেছে এই একাডেমির খেলোয়াড়েরা।
এই বিশেষ দিনটিতে বক্তব্য দিতে গিয়ে আলী আমজাদ নুনু বলেন,
“আমি খেলাধুলার মানুষ। আমার পরিবার ছাড়াও এই ক্লাব আমার আরেকটি পরিবার। আমি সর্বদা চেষ্টা করে যাচ্ছি যুব সমাজকে ফুটবলের মাধ্যমে এগিয়ে নিতে। আজ যারা আমাকে এত সুন্দরভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
একাডেমির তরুণ খেলোয়াড়দের চোখেমুখে ছিল ভালোবাসা, ছিল শ্রদ্ধা—যেটা যে কোনো ক্রীড়া সংগঠকের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
আলী আমজাদ নুনুর মতো মানুষের হাত ধরে বাংলাদেশ ফুটবলের আগামী প্রজন্ম এগিয়ে যাক নতুন স্বপ্নে, নতুন আলোয়—এই কামনা সকলের।