ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেট জেলার ওসমানীনগরে পরিবেশ রক্ষায় গৃহীত হয়েছে মহতী উদ্যোগ। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০ হাজার গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
এই উদ্যোগের অংশ হিসেবে ২৩/৭/২০২৫ইং বুধবার গোয়ালাবাজার ইউনিয়নে ৮০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদিন জানান, “সিলেট জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক ওসমানীনগরে পরিবেশ সুরক্ষায় ১০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ গোয়ালাবাজার ইউনিয়নে ৮০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচি পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “গাছ শুধু আমাদের পরিবেশকে সুরক্ষা দেয় না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলে। তাই সকলে মিলে এ উদ্যোগ সফল করতে হবে।”
এই গাছ রোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ওসমানীনগরের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই কর্মসূচি পরিচালিত হবে এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হবে।