ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতা অভিযোগ করেছেন, বিএনপির সাংগঠনিক ভাবমূর্তি নষ্ট করতে একটি সংঘবদ্ধ চক্র সুপরিকল্পিত অপপ্রচারে লিপ্ত রয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার রশিদপুর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।
লিখিত বক্তব্যে নেতারা জানান, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র বিএনপির ওসমানীনগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সিল ও স্বাক্ষর জাল করে দক্ষিণ সুরমা থানার একটি মামলার আসামিকে অব্যাহতি চেয়ে পুলিশের কাছে একটি ভুয়া চিঠি পাঠায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও, পরবর্তীতে চিঠিটি ঘিরে কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করা হয়।
নেতাদের অভিযোগ, এসব প্রতিবেদনে তাদের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা মূলত বিএনপির জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর নেতৃত্বে গড়ে ওঠা সংগঠনের ভিত্তিকে দুর্বল করার গভীর ষড়যন্ত্রের অংশ। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বহিষ্কৃত কিছু সাবেক সদস্য সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মে দলবিরোধী প্রচারে সক্রিয় রয়েছে। তারা বিএনপির নাম ব্যবহার করে বিভ্রান্তিমূলক কর্মসূচি গ্রহণ করছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী।
নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে তারা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
সংবাদ সম্মেলনে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে দ্রুত জনসমক্ষে ফিরিয়ে আনার দাবি পুনরায় জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, ওসমানীনগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতি এসটিএম ফখর উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন এবং দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।