ওসমানীনগর প্রতিনিধি:
আসন্ন সিলেট আন্ত উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-কে সামনে রেখে ওসমানীনগর উপজেলা ফুটবল দলের প্র্যাকটিস ক্যাম্প আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় ঐতিহ্যবাহী তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় এই প্রস্তুতি কার্যক্রম, যা ধারাবাহিকভাবে চলবে টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত।
প্র্যাকটিসের প্রথম দিন মাঠে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। এ সময় আরও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন, সহ ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, সাবেক ফুটবলার আব্দুল রব, আখতার মিয়া, এবং জনপ্রিয় নুনু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আলী আমজাদ নুন।
এছাড়াও মাঠ পরিদর্শনে ছিলেন, সাবেক ফুটবলার অপু চৌধুরী, সাংবাদিক সুয়েব আহমদ, ফুটবলার জুবেল খাঁন, এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ফুটবলার ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
প্র্যাকটিসে অংশ নিচ্ছেন ওসমানীনগরের বিভিন্ন ইউনিয়নের প্রতিভাবান ও উদীয়মান ফুটবলাররা। প্রস্তুতি সেশনের লক্ষ্য হলো—প্রতিটি খেলোয়াড়কে উন্নত প্রশিক্ষণ ও কৌশলের মাধ্যমে সেরা পারফর্ম্যান্সে প্রস্তুত করা।
ইউএনও জয়নাল আবেদীন বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তরুণদের জন্য শৃঙ্খলা, নেতৃত্ব ও স্বাস্থ্যকর জীবনের প্রতীক। উপজেলা পর্যায়ে এমন উদ্যোগ তরুণদের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম উপহার দেবে।”
আয়োজকরা জানান, টুর্নামেন্টে ওসমানীনগর যেন সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারে, সে লক্ষ্যে খেলোয়াড়দের পর্যায়ক্রমে স্কিল ট্রেনিং, ফিটনেস উন্নয়ন ও কৌশলগত প্রস্তুতিতে মনোযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, সিলেট আন্ত উপজেলা গোল্ড কাপ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য গঠিত এই ফুটবল দলটিই ওসমানীনগর উপজেলার প্রতিনিধিত্ব করবে।