ওসমানী প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব। একইসঙ্গে ক্লাবের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ যৌথভাবে এ নিন্দা ও প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তিটি ক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষর করেন।
বিবৃতিতে তারা বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা স্বাধীন সাংবাদিকতার উপর এক নির্মম আঘাত। এই ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য চরম উদ্বেগজনক। স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে হলে, হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজকে কঠোর কর্মসূচি নিতে বাধ্য করা হবে।”
এছাড়া প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দও একাত্মতা প্রকাশ করে নিন্দা জানান। তারা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি এবং কার্যনির্বাহী সদস্যগণ—জুবেল আহমদ সেকেল, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মতিন, লিলিউর রহমান পংকি, আব্দুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।
উল্লেখযোগ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। তিনি রাজধানী থেকে প্রকাশিত ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। নিহত তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে।
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব এ ঘটনার দ্রুত বিচার দাবি করে বলেন, সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা হুমকির মুখে পড়বে।