1. info@osmaninagartimes.online : দৈনিক ওসমানী নগর টাইমস : দৈনিক ওসমানী নগর টাইমস
  2. info@www.osmaninagartimes.online : দৈনিক ওসমানী নগর টাইমস :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক ওসমানী নগর টাইমস" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: দুই দিন পরও উদ্ধার হয়নি চূর্ণবিচূর্ণ মাইক্রোবাস গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন ওসমানীনগরে কিশোর রবিউল হত্যা মামলা দায়ের কুলাউড়ায় রেস্টুরেন্ট মালিক বুলবুল প্রধান আসামি, সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ও শোক ১৭ বছরের স্থবিরতা ভেঙে সিলেট-২ এ লুনার নেতৃত্বে জেগে উঠছে বিএনপি ৩৬ জুলাই: গণমানুষের বিজয়ের এক ইতিহাসে মোড়ানো দিন ওসমানীনগরে গর্জে উঠল যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল: নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে উত্তাল গোয়ালাবাজার সিলেট আন্ত উপজেলা গোল্ড কাপ: মাঠে ঘাম ঝরাচ্ছে ওসমানীনগর উপজেলা ফুটবল দল জামিয়া দারুসসুন্নাহ গলমুকাপনে মু’তামারে আবনা ও ফুযালার সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত ওসমানীনগর উপজেলা বিএনপি নেতাদের সীল সাক্ষর জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা ও শোক

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

 

ওসমানী প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব। একইসঙ্গে ক্লাবের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ যৌথভাবে এ নিন্দা ও প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তিটি ক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষর করেন।

বিবৃতিতে তারা বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যা স্বাধীন সাংবাদিকতার উপর এক নির্মম আঘাত। এই ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য চরম উদ্বেগজনক। স্বাধীন ও মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে হলে, হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজকে কঠোর কর্মসূচি নিতে বাধ্য করা হবে।”

এছাড়া প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দও একাত্মতা প্রকাশ করে নিন্দা জানান। তারা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি এবং কার্যনির্বাহী সদস্যগণ—জুবেল আহমদ সেকেল, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মতিন, লিলিউর রহমান পংকি, আব্দুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।

উল্লেখযোগ্য, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। তিনি রাজধানী থেকে প্রকাশিত ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। নিহত তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে।

ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব এ ঘটনার দ্রুত বিচার দাবি করে বলেন, সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© দৈনিক ওসমানী নগর টাইমস
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট