ওসমানীনগর প্রতিনিধি::
গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ওসমানীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার গোয়ালাবাজারে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তায় কার্যকর আইন প্রণয়নের দাবি জানান। তারা বলেন, এ ধরনের নির্মম ঘটনা স্বাধীন সাংবাদিকতাকে হুমকির মুখে ফেলছে।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন।
প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, সাংবাদিক রজত চক্রবর্তী, মিজান মোহাম্মদ, আখতার আহমদ সাহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা সাংবাদিক হত্যার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।