নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-সিলেট মহাসড়কের ১৯ মাইল এলাকার নীরাদি ব্রিজের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন যাত্রী। দুর্ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রাস্তার পাশে পড়ে থাকা চূর্ণবিচূর্ণ মাইক্রোবাসটি উদ্ধার করা হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুইদিন আগে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশেই খাদে পড়ে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকের বালু অন্য একটি ট্রাকে তোলা হচ্ছিল। ঠিক সেই সময় সিলেটগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উত্তোলনরত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মাইক্রোবাসটি সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
মাইক্রোবাসে থাকা পাঁচজন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখনও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন আছেন।
অভিযোগ রয়েছে, দুর্ঘটনার পরপরই লাইনচ্যুত ট্রাকটি এবং বালুবাহী গাড়িটি সরিয়ে নেওয়া হলেও মাইক্রোবাসটি এখনও রাস্তার পাশে পড়ে আছে। এতে করে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং আরও দুর্ঘটনার আশঙ্কা করছেন পথচারীরা।
এলাকাবাসীর দাবি, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না থাকলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে। তারা মহাসড়কে যথাযথ নজরদারি এবং দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।