ওসনীনগর প্রতিনিধি:
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া দক্ষিণপাড়ায় নবনির্মিত ‘বায়তুল জান্নাহ পাঞ্জেগানা জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় মসজিদের উদ্বোধনী আনুষ্ঠানিকতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী, পশ্চিম তিলাপাড়ার কৃতি সন্তান ও সমাজ,সেবক আলহাজ্ব আব্দুস শহিদ খানের ব্যক্তিগত উদ্যোগে এবং আলহাজ্ব আয়াজ সারং ট্রাস্ট-এর পক্ষ থেকে মসজিদটি নির্মিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা শাইখুল হাদিস মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলি। তিনি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মসজিদের গুরুত্ব তুলে ধরেন এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
মসজিদ প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুস শহিদ খানের দুই পুত্র — হাফেজ ওমর খান ও উসমান খান অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন,
“আমাদের বাবা এই মসজিদ দান করেছেন শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে — যেন এলাকাবাসী নিয়মিত নামাজ আদায় করতে পারেন এবং দ্বীনি শিক্ষার প্রচার হয়। এই মসজিদ যেন এলাকাবাসীর ইবাদতের পবিত্র কেন্দ্র হয়ে ওঠে এবং আমাদের পরিবারের জন্য সাদাকায়ে জারিয়া হয়ে থাকে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবক বৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন — সাবেক মেম্বার সুমন মিয়া, আদুল হাই, আদুল সালাম আজাদ, মাওলানা এমরান খাঁন, হাঃ আবু তাহের,আব্দুল মতিন, খছরু মিয়া, আদুল আজিজ, নুরুল ইসলাম সহ এলাকার মুসুল্লিয়ান ও যুব সমাজ ।
দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং মসজিদের সুপরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয়দের মতে, মসজিদটি কেবল ইবাদতের স্থান নয়, বরং এটি ধর্মীয়, নৈতিক ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।