ওসমানীনগর প্রতিনিধি::
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আজ রবিবার ১৭আগষ্ট ওসমানীনগর উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি তাজপুর কদমতলা থেকে শুরু হয়ে তাজপুর ডিগ্রী কলেজ গেইট প্রদক্ষিণ করে তাজপুর বাজারে এসে শেষ হয়।
উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিলে যোগ দিলে সেটি এক বিশাল গণজাগরণে রূপ নেয়। ইলিয়াস আলীর দীর্ঘদিনের নিখোঁজ থাকার প্রতিবাদে এ মিছিলটি ছিল শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি রূপ নিয়েছে গণমানুষের এক আবেগঘন প্রতিবাদে।
ওসমানীনগর উপজেলা বিএনপি'র সভাপতি এইচ টি এম ফখর এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী।বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এইচ টি এম ফখর, এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ। এ ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন “২০১২ সালের ১৭ই এপ্রিল ঢাকায় নিখোঁজ হওয়ার পর দীর্ঘ ১৩ বছরেও এম ইলিয়াস আলীর সন্ধান না পাওয়াটা সরকারের ব্যর্থতা ও রহস্যজনক নিরবতা প্রমাণ করে। যতদিন ইলিয়াস আলী ফিরে না আসবেন, ততদিন আমাদের আন্দোলন চলবে।”
নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এম ইলিয়াস আলীর সহধর্মিণী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনাকে সিলেট-২ আসনে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় বক্তারা আরও বলেন,
“ইলিয়াস আলী ছিলেন সিলেটের গণমানুষের নেতা। তাকে গুমের মাধ্যমে জনগণের কণ্ঠস্বর স্তব্ধ করা যায়নি, যাবে না। আমরা তার মুক্তি চাই, তার পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে চাই।”
গণমিছিল ঘিরে তাজপুর বাজার এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়। এলাকাবাসী ও ব্যবসায়ীরা শান্তিপূর্ণ এই কর্মসূচিকে স্বাগত জানান।
এটি ছিল সম্প্রতি ওসমানীনগরে বিএনপির অন্যতম বৃহৎ রাজনৈতিক কর্মসূচি, যা আবারও প্রমাণ করেছে—এম ইলিয়াস আলীর ফিরে আসার দাবিতে জনগণের হৃদয়ে এখনো আগুন জ্বলছে।