ওসমানীনগর প্রতিনিধি::
ওসমানীনগর উপজেলা বিএনপির আওতাধীন পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান নুনু মিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১২ জুন) রাত ১০:৩৫ মিনিটের সময় উনার নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। মরহুমের নামাজের জানাজা গতকাল শুক্রবার বাদ জুম্মা বড় হাজীপুর জিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের মৃত্যুতে গভীর ভাবে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
অপর এক শোকবার্তায় গভীরভাবে সমবেদনা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ ইমাদ উদ্দিন লিলু সাক্ষরিত বার্তায় শোক জানানো হয়।