ওসমানীনগর প্রতিনিধি ::
অনলাইন নিউজ পোর্টাল সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক জুবায়ের আহমদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর প্রতিবাদে নিন্দা জানিয়েছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ জুবায়ের আহমদের বিরুদ্ধে অপপ্রচারকারীকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিদাতারা হচ্ছেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, সাধারণ সম্পাদক কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, দপ্তর সম্পাদক জিতু আহমদ, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি, কার্যনিবার্হী সদস্য জুবেল আহমদ সেকেল, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মতিন, লিলুউর রহমান পংকি, আব্দুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ এবং উজ্জ্বল ধর।
প্রসঙ্গত, গত ১৩ জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে MB MEDIA (Md Jabed) নামক একটি আইডি থেকে অনলাইন নিউজ পোর্টাল সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক জুবায়ের আহমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিতে থাকে। এ ব্যাপারে ওসমানীনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।