ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের ওসমানীনগরে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা নিখোঁজ বিএনপি নেতা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালক আনসার আলীসহ গুম হওয়া সব নেতাকর্মীর সন্ধান দাবিতে জোরালো দাবি জানান।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি দক্ষিণ গোয়ালাবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর গোয়ালাবাজার যাত্রী ছাউনির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী এবং সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সদস্য সচিব লয়লুছ মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রুপ, সদস্য আসিক মিয়া, সেফুল আহমদ, জামাল আহমদ, আনিসুজ্জামান আজাদ ও সফিউল আলম।
এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিমন মাহমুদ রাসেল, রমজান আলী, রেজাউল করিম, সাইদুর রহমান, সদস্য এমাদুল হক, জালাল উদ্দিন, আঙ্গুর আলী, মাহবুব আহমদ, তোফায়েল আহমদ, কাজী শওকত আহমদসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বুরুংগা ইউনিয়নের আহ্বায়ক ফরিদ আহমদ, গোয়ালাবাজার ইউনিয়নের আহ্বায়ক জুয়েল আহমদ, সাদীপুর ইউনিয়নের হুমায়ুন কবীর, উমরপুর ইউনিয়নের আনোয়ার হোসেন, তাজপুর ইউনিয়নের রফিক আহমদ, উছমানপুর ইউনিয়নের নাজমুল ইসলাম, দয়ামীর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা মাছুম আহমদ ও সামছুল ইসলাম।
বক্তারা বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন বন্ধ করে অবিলম্বে নিখোঁজ নেতাদের সন্ধান দিতে হবে। একইসঙ্গে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলেও তারা জানান।